গ্রেফতার দিল্লির এটিএমে চিলড্রেন ব্যাঙ্কের নোট ঢোকানোর অভিযুক্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Feb 2017 01:24 PM (IST)
নয়াদিল্লি: সঙ্গম বিহারে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম থেকে জাল ২,০০০ টাকার নোট বার হওয়ার ঘটনার অভিযুক্ত ধরা পড়ল। অভিযোগ, ৫টি আসল ২,০০০ টাকার নোটের বদলে বাচ্চাদের খেলনা নোট রেখেছিল সে। অভিযুক্তের নাম মহম্মদ ইসা। কাজ করে একটি এটিএম ক্যাশ লোডিং কোম্পানিতে। যেদিন সঙ্গম বিহারের ওই এটিএম থেকে চিলড্রেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ভুয়ো নোট বার হয়, সেদিন সেই ওই এটিএমে ক্যাশ ডিপোজিট করার দায়িত্বে ছিল। আরও পড়ুন এটিএম থেকে বের হল ২০০০ টাকার ভুয়ো নোট! হতবাক গ্রাহক পুলিশ জানিয়েছে, ইসা ৫টি আসল নোট বার করে বদলে ওই জাল নোট এটিএমে ঢুকিয়ে দেয়। বাজারে খেলনা নোট সহজলভ্য হওয়ায় তা হাতে পেতে কোনও অসুবিধে হয়নি তার। ৬ তারিখ ঘটনার দিন টাকা বোঝাই ভল্ট নিয়ে ওই ক্যাশ লোডিং কোম্পানির গাড়ি প্রথমে দক্ষিণ দিল্লির দেওলি এলাকায় যায়। সেখানে একটি এটিএমে টাকা ভরার পর তা আসে সঙ্গম বিহারে। তখনই সে আসল টাকার বদলে নকল টাকা ভল্টে ঢুকিয়ে দেয় বলে অভিযোগ। তবে তার হাতিয়ে নেওয়া ৫টি ২,০০০ টাকার নোট এখনও উদ্ধার হয়নি। পুলিশের ধারণা, অপরাধের পর যেহেতু কিছুদিন কেটে গিয়েছে, তাই ওই টাকা সম্ভবত খরচ করে ফেলেছে সে। কোথা থেকে খেলনা নোট সে কিনল তা জানার চেষ্টা চলছে।