নয়াদিল্লি: চলতি বছর থেকে অমরনাথ যাত্রায় পূণ্যার্থীদের বয়সসীমা বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নিল অমরনাথ কর্তৃপক্ষ।


যাত্রার দায়িত্বে থাকা শ্রী অমরনাথ শ্রাইন বোর্ডের (এসএএসবি) দেওয়া নির্দেশিকা অনুযায়ী, ১৩ বছরের থেকে কমবয়সী এবং ৭৫ বছরের বেশি বয়স্কদের যাত্রার অনুমতি দেওয়া হবে না। একইভাবে, ৬ মাসের অন্তঃসত্ত্বা মহিলাদেরও যাত্রার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


পাশাপাশি, মহিলা পূণ্যার্থীদের উদ্দেশ্যে আরও পরামর্শ, তাঁরা যেন শাড়ি পরে এই কঠিন যাত্রা না করেন। বিকল্প হিসেবে শালোয়ার-কামিজ, শার্ট-প্যান্ট বা ট্র্যাক শ্যুট করে এই সফর যেন করা হয়।


প্রতিবছরের মতো, এবছরও ২৯ জুন থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। পূণ্যার্থীদের উদ্দশ্যে এসএএসবি-র পরামর্শ, তাঁরা যেন যথেষ্ট পরিমাণ গরম জামাকাপড় বহন করেন। কারণ, অনেক ক্ষেত্রে রাতের তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে নেমে যায়।


নির্দেশিকায় বলা হয়েছে, অনিশ্চিত আবহাওয়ার কথা মাথায় রেখে পূণ্যার্থীরা যেন ছাতা, উইন্ড চিটার, বর্ষাতি, ওয়াটারপ্রুফ জুতো বহন করেন। এছাড়া, জামাকাপড় ও খাবারের জিনিস যেন জলরোধী ব্যাগের মধ্যে রাখা হয়।