রাষ্ট্রপুঞ্জে জইশ প্রধান মাসুদ আজহারকে 'সন্ত্রাসবাদী' তকমা দেওয়ার আর্জিতে ফের আপত্তি চিনের
Web Desk, ABP Ananda | 01 Oct 2016 11:57 PM (IST)
নিউইয়র্ক: কোণঠাসা পাকিস্তানের পাশে চিন। রাষ্ট্রপুঞ্জে মাসুদ আজহারকে সন্ত্রাসবাদী তকমা দেওয়ার ক্ষেত্রে আপত্তি জানাল বেজিং। আন্তর্জাতিক মহলে যখন কোণঠাসা পাকিস্তান তখন তাদের পাশে দাঁড়ানোর বার্তা চিনের। সংসদে হামলা থেকে পাঠানকোট কিংবা উরিতে নাশকতা, বার বার যে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ রক্তাক্ত করেছে ভারতকে তার প্রধান মাসুদ আজহারকে রাষ্ট্রপুঞ্জের সন্ত্রাসবাদী তকমা দেওয়ার ক্ষেত্রে ফের বাগড়া দিল বেজিঙ। মাসুদ আজহারকে নিষিদ্ধ করার জন্য রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের কাছে এ বছর, ৩১ মার্চ, আর্জি জানিয়েছিল ভারত। পনেরোটি দেশের মধ্যে একমাত্র চিনই তখন বাধা দেয়। সেই আপত্তির মেয়াদ শেষ হচ্ছে সোমবার। তার আগে ফের নিজেদের অবস্থানে অনড় থেকে ইসলামাবাদের পাশে দাঁড়াল বেজিং।