নয়াদিল্লি: কাশ্মীরের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাচ্ছে চিন। আজ দিল্লিতে এই অভিযোগ করলেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। অমরনাথ তীর্থযাত্রীদের ওপর জঙ্গি হামলা পরবর্তী পরিস্থিতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে আলোচনা করতে তিনি রাজধানীতে আসেন।
বৈঠক চলে আধঘণ্টার বেশি। পর্যটক ও তীর্থযাত্রীদের নিরাপত্তার জন্য নেওয়া ব্যবস্থা সম্পর্কে তাঁদের মধ্যে আলোচনা হয়। পাশাপাশি কথা হয় ১০ তারিখের ওই হামলার তদন্ত নিয়ে।
পরে মেহবুবা বলেন, দেশজুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর উদ্দেশে অমরনাথ যাত্রীদের ওপর হামলা চালিয়েছে জঙ্গিরা। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য বিদেশি শক্তিকে দায়ী করেছেন তিনি। তাঁর কথায়, বিদেশি শক্তি কাশ্মীরে নাক গলাচ্ছে, দুর্ভাগ্যবশত চিনও করছে অবাঞ্ছিত হস্তক্ষেপ।
কাশ্মীরে জঙ্গি বিরোধী অপারেশনে ব্যস্ত নিরাপত্তা সংস্থাগুলিকে অমরনাথ দর্শন চলাকালীন তীর্থযাত্রীদের নিরাপত্তার পূর্ণ ব্যবস্থা করতে বলা হয়েছে। এই মুহূর্তে রাজ্যে মোতায়েন ২১,০০০ অতিরিক্ত আধাসামরিক জওয়ান। এছাড়াও তীর্থযাত্রীদের নিরাপত্তায় সেনার দুটি ব্যাটেলিয়নকেও কাজে লাগানো হয়েছে।
কাশ্মীরে নাক গলাচ্ছে চিন, অভিযোগ মেহবুবার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Jul 2017 05:06 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -