নয়াদিল্লি: তাদের দেশের মাটিতে ব্রিকস বৈঠকে ভারত পাকিস্তানি সন্ত্রাসের ব্যাপারে মুখ খুললে তাদের ঘোরতর আপত্তি রয়েছে। এ কথা বারবার ভারত সরকারকে নানাভাবে জানিয়েছে বেজিং। কিন্তু দিল্লি পরিষ্কার করে দিল, চিন যাই বলুক, ব্রিকসের বৈঠকে অবশ্যই তোলা হবে পাক সন্ত্রাস প্রসঙ্গে। তুলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিন দিন আগে চিনা বিদেশ মন্ত্রক ইঙ্গিত দেয়, ব্রিকস বৈঠকে কোনও দেশ জঙ্গিদের আশ্রয় দেওয়ার ব্যাপারে তাদের বন্ধু দেশ পাকিস্তানের সমালোচনার চেষ্টা করলে আপত্তি করবে তারা। তারা আরও বলে, এর ফলে বৈঠকের সাফল্য নিয়ে প্রশ্ন উঠে যাবে, কারণ চিনা নেতারা বাধ্য হয়ে পাকিস্তানের পক্ষ সমর্থনে নামবেন।
জবাবে আজ বিদেশ মন্ত্রক পরিষ্কার জানিয়ে দিয়েছে, গোয়া বৈঠকে পাক সন্ত্রাসের প্রসঙ্গ যেমন তোলা হয়েছিল, এই ব্রিকসেও তা অবশ্যই হবে।
গত বছর গোয়ায় ব্রিকস বৈঠকে মোদী পাকিস্তানকে সন্ত্রাসের ধাত্রীভূমি বা মাদারশিপ অফ টেরর আখ্যা দেন।
আজই ব্রিকস বৈঠকে যোগ দিতে চিন যাত্রা করেছেন প্রধানমন্ত্রী।
চিনের আপত্তি উড়িয়েই ব্রিকসে পাক সন্ত্রাস প্রসঙ্গ তুলবেন মোদী, জানাল বিদেশ মন্ত্রক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Sep 2017 02:28 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -