নয়াদিল্লি: জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিকে ভারতের জিডিপি বৃদ্ধির হার গত দু বছরের মধ্যে সবচেয়ে কম ৬.১ শতাংশ হয়েছে। এরফলে এক ধাক্কায় বিশ্বের দ্রুততম আর্থিক বৃদ্ধির দেশের তকমা হারিয়েছে ভারত। এই ঘটনা নিয়ে ভারতকে বিদ্রুপে বিদ্ধ করল চিনের সংবাদমাধ্যম। জিডিপি-র হারের এই অধোগতিতে ভারতের ‘নিজের পায়ে কুড়ুল মারা’ বলে কটাক্ষ করেছে চিনের সংবাদমাধ্যম। নোট বাতিল সহ কঠোর সংস্কার সংক্রান্ত পদক্ষেপের ফলেই জিডিপি-র হার ধাক্কা খেয়েছে বলে মন্তব্য করেছে গ্লোবাল টাইমস।
চিনের সরকারি ওই সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘হাতি বনাম ড্রাগনে’র লড়াইয়ে ভারত ধাক্কা খেয়েছে বলেই মনে করা হচ্ছে। ভারত বৃদ্ধির হারে এই গোঁত্তা খাওয়ার ফলে চিন আবার বিশ্বের দ্রুততম বৃদ্ধির দেশের তকমা ফিরে পেয়েছে।
চিনের কমিউনিস্ট পার্টির মুখপত্র পিপলস ডেলি প্রকাশ করে গ্লোবাল টাইমস। পত্রিকার ওয়েবসাইটে প্রকাশিত নিবন্ধে বলা হয়েছে, বাস্তবে নোট বাতিলের প্রভাবের সঙ্গে অর্থনীতি কতটা যুঝতে পেরেছে তাও দেখিয়ে দিয়েছে ওই বৃদ্ধির হার। নিবন্ধে বলা হয়েছে, এ ক্ষেত্রে নভেম্বরের নোট বাতিলের মতো কঠোর সংস্কারের সিদ্ধান্ত নেওয়ার আগে ভারত সরকারের ভাবনাচিন্তা করা উচিত ছিল। নিবন্ধ আরও বলা হয়েছে, দেশকে অগ্রগতির পথে নিয়ে যেতে হলে ভারতে কঠোর হাতে আর্থ-সামাজিক সংস্কার অত্যন্ত আবশ্যিক হলেও নোট বাতিলের মতো ‘শক ট্রিটমেন্টে’র পথ এড়ানোই উচিত। দৈনন্দিন জীবন চালু রাখতে অধিকাংশ ভারতীয়ই নগদের ওপর নির্ভর করেন।
‘নিজের পায়ে কুড়ুল মেরেছে ভারত' ,জিডিপি-কটাক্ষ চিনা মিডিয়ার
ABP Ananda, web desk
Updated at:
02 Jun 2017 10:20 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -