মাসুদকে বিশ্ব সন্ত্রাসবাদী ঘোষণায় মার্কিন প্রস্তাবে বাধা: চিনের কাছে তুলেছে ভারত
Web Desk, ABP Ananda
Updated at:
07 Feb 2017 09:29 PM (IST)
নয়াদিল্লি: পাকিস্তানের ওপর চাপ বাড়িয়ে আমেরিকার মাসুদ আজহারকে বিশ্ব সন্ত্রাসবাদী ঘোষণার প্রয়াসে বাধা দেওয়ায় ভারত যে অসন্তুষ্ট, তা বুঝিয়ে দেওয়া হয়েছে চিনকে। রাষ্ট্রপুঞ্জের নিষেধাজ্ঞা সংক্রান্ত কমিটি ১২৬৭-তে ব্রিটেন, ফ্রান্সের সমর্থনে আমেরিকা পঠানকোট হামলার মাথা মাসুদের বিরুদ্ধে একটি প্রস্তাব পেশ করে সেটি অনুমোদনের দাবি করে। কিন্তু বরাবরের মতোই এবারও বাধার প্রাচীর তৈরি করে চিন। 'চিরদিনের বন্ধু' পাকিস্তানের মাটিতে লালিতপালিত জয়েশ-ই-মহম্মদ প্রতিষ্ঠাতার গায়ে যাতে আঁচড়টি না লাগে, সেজন্য মার্কিন প্রস্তাব ঠেকিয়ে দেয় তারা। আজ এ ব্যাপারেই প্রশ্ন করা হলে বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন, আমরা বিষয়টি সম্পর্কে অবহিত এবং চিন সরকারের কাছেও তা তোলা হয়েছে। তবে কবে, কখন চিনকে এ বিষয়ে ভারতের বক্তব্য জানানো হয়েছে, তা তিনি জানাননি।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -