বেজিং: দলাই লামা সফরের ঠিক পরেই অরুণাচল প্রদেশের ম্যাপে থাকা ছটি জায়গার নতুন নামকরণ করল চিন। প্রসঙ্গত, এই নতুন নামকরণের ঠিক একদিন আগেই সীমান্ত রাজ্যে দলাই লামার সফরকে কেন্দ্র করে ভারতকে কড়া বার্তা পাঠায় বেজিং। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, চিন এই পদক্ষেপের মাধ্যমে ফের ভারতকে মনে করিয়ে দিল তাদের এই সীমান্ত রাজ্যের ওপর নিজেদের অধিকারের কথা। অরুণাচল প্রদেশকে ‘দক্ষিণ তিব্বত’ বলে ডাকে চিন।


গত ১৪ এপ্রিল চিনের তরফে জানিয়ে দেওয়া হয়, তারা দক্ষিণ তিব্বতের কয়েকটি জায়গার নাম চিনের হরফে অর্থাত্ রোমান এবং তিব্বতি শব্দ ব্যবহার করে নয়া নামকরণ করেছে। এই রাজ্যকেই ভারত অরুণাচল প্রদেশ বলে ডাকে।

সেখানে যে ছটি জায়গার নাম পরিবর্তন করা হয়েছে সেগুলো হল ও জ্ঞানলিঙ, মিলা রি, কইডেনগার্বো রি, মেইনকুকা, বুমো লা এবং নামকাপুব রি।

ভারত-চিন সীমান্তে যে এলাকা নিয়ে বির্তক রয়েছে সেটাকে বলা হয় ‘লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল’। মোট ৩, ৪৮৮ কিমি এলাকা জুড়ে রয়েছে এই ‘এলএসি’। চিন যখন তাদের দাবি প্রতিষ্ঠার চেষ্টা করছে, তখন নয়াদিল্লির দাবি, যে জায়গাটিকে ঘিরে বিতর্ক রয়েছে সেটা হল আকসাই চিন। ১৯৬২-র যুদ্ধের সময় এই এলাকাটি চিন দখল করে নেয়। সীমান্ত সমস্যা মেটানোর জন্যে এরমধ্যে নয়াদিল্লি ও বেজিংয়ের মধ্যে মোট ১৯ বার বৈঠক হয়েছে।কিন্তু সমস্যা সমাধান সূত্র এখনও অধরাই থেকে গিয়েছে।