নয়াদিল্লি: ট্রুকলার, শেয়ারইট, উইচ্যাট, উইবো, ইউসি ব্রাউজার, ইউসি নিউজের মত ৪২টি জনপ্রিয় অ্যাপের মাধ্যমে ভারতীয় সেনার ওপর নজরদারি চালাচ্ছে চিন। এখনই ফোন থেকে ডিলিট করুন ওই অ্যাপগুলিকে। আন্তর্জাতিক সীমান্তে মোতায়েন সেনাকর্মীদের এই নির্দেশ দিল ইনটেলিজেন্স ব্যুরো।
আইবির ডিআইজি (ইনটেলিজেন্স) জারি করেছেন এই নির্দেশিকা। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় মোতায়েন সেনাদের বলা হয়েছে, হয় স্মার্টফোন থেকে বেশ কিছু অ্যাপ উড়িয়ে দিন নয়তো নিজের ফোন এমনভাবে রিফরম্যাট করুন যাতে তার মাধ্যমে চরবৃত্তির সুযোগ না থাকে। ট্রুকলার, উইচ্যাট, ইউসি ব্রাউজার, উইবোর মত অ্যাপগুলি চিনাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দিচ্ছে, তার ফলে দেশের নিরাপত্তাজনিত বড়সড় সঙ্কট ঘনাতে পারে বলে ওই নির্দেশিকায় আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
লাদাখ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত ৪,০৫৭ কিলোমিটার দীর্ঘ প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর মোতায়েন রয়েছেন আইটিবিপি জওয়ানরা, রয়েছে সেনা, সিআরপিএফ। কয়েক মাস আগেই ভারত-চিনের মধ্যে ডোকলাম নিয়ে তীব্র সীমান্ত অশান্তি হয়েছে, সে বিবাদ আপাতত মিটলেও দুদেশের সেনা এখনও রয়েছে হাই অ্যালার্টে। সেনা নিয়মিত তার অফিসার ও অন্য কর্মীদের চিনা অ্যাপ ব্যবহার না করার ব্যাপারে সাবধান করে থাকে।
বায়ুসেনাও তার কর্মীদের নির্দেশ দিয়েছে চিনা জিওমি স্মার্টফোন ও নোটবুক ব্যবহার না করতে। এর ফলে চিনের রিমোট সার্ভারে ফোন ব্যবহারকারীর ইউজার ডেটা চলে যেতে পারে।
চিনে তৈরি ৪২টি অ্যাপের মাধ্যমে চরবৃত্তি করছে বেজিং, এখনই সেগুলি ডিলিট করুন, আইবির নির্দেশ সেনাকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Nov 2017 08:01 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -