নয়াদিল্লি:চলতি মাসের শুরুতে সীমান্ত পেরিয়ে চিনের দিকে চলে গিয়েছিলেন অরুণাচল প্রদেশের পাঁচ যুবক। আগামীকাল শনিবার তাঁদের ভারতের হাতে তুলে দেবে চিন। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু এ কথা জানিয়েছেন।
অরুণাচল পশ্চিম আসনের সাংসদ রিজিজু বলেছেন, অরুণাচলের পাঁচ যুবককে ভারতের হাতে তুলে দেওয়ার ব্যাপারে ভারতীয় সেনাকে জানিয়েছে চিনের বাহিনী। আগামীকাল অর্থাত্ শনিবার ওই পাঁচ যুবককে ভারতে ফিরিয়ে দেওয়া হবে।
তাগিন জনজাতির পাঁচ যুবক গত ২ সেপ্টেম্বর নিখোঁজ হয়ে গিয়েছিলেন। তাঁরা ভারতীয় সেনার জন্য মালবাহকের কাজ করেন। অরুণাচল ও তিব্বতের স্বশাসিত অঞ্চলের মাঝের ম্যাকমোহন লাইনে ভারতীয় এলাকা সেরা-৭ থেকে তাঁরা নিখোঁজ হয়ে গিয়েছিলেন।
এরপর নিখোঁজদের মধ্যে একজনের ভাই সোশ্যাল মিডিয়ায় পোস্টে বলেন, তাঁদের 'অপহরণ' করে নিয়ে গিয়েছে চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। ট্যুইটের মাধ্যমে একই অভিযোগ করেন কংগ্রেসের বিধায়ক নিনোং ইরিং ও অরুণচাল পূর্বের বিজেপি সাংসদ তাপির গাও।
অসমের তেজপুরে প্রতিরক্ষা বিভাগের পিআরও লেফটেন্যান্ট কর্নেল হর্ষ বর্ধন পান্ডে মঙ্গলবার জানান, শিকার করতে গিয়ে ভুলক্রমে সীমানা পেরিয়ে অন্যদিকে চলে যান ওই যুবকরা।ভারতীয় সেনার হটলাইন বার্তার জবাবে পিএলএ মঙ্গলবার জানায় যে, ওই যুবকদের তাদের এলাকায় পাওয়া দিয়েছে এবং তাঁরা সুস্থ রয়েছেন। পিএলএ জানিয়েছে যে, তাঁরা সবাই সুস্থ রয়েছেন। চিনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের দ্রুত হস্তান্তরের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়ার ব্যাপারে সমন্বয়ের কাজ চলছে।
শনিবার অরুণাচলের পাঁচ যুবককে ফিরিয়ে দেবে চিন, জানালেন কিরেন রিজিজু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Sep 2020 10:44 PM (IST)
এরপর নিখোঁজদের মধ্যে একজনের ভাই সোশ্যাল মিডিয়ায় পোস্টে বলেন, তাঁদের 'অপহরণ' করে নিয়ে গিয়েছে চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। ট্যুইটের মাধ্যমে একই অভিযোগ করেন কংগ্রেসের বিধায়ক নিনোং ইরিং ও অরুণচাল পূর্বের বিজেপি সাংসদ তাপির গাও।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -