লখনউ: চিন বুঝতে পারছে যে ভারত আর দুর্বল রাষ্ট্র নয়। এমনটাই দাবি করলেন রাজনাথ সিংহ।
রবিবার, ভারতীয় লোধি মহাসভা আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে নিজের লোকসভা কেন্দ্র লখনউতে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এক শক্তিশালী দেশে পরিণত হয়েছে। আন্তর্জাতিক মহলে, দেশের সম্মান বৃদ্ধি হয়েছে বলেও দাবি করেন তিনি।
রাজনাথ বলেন, ভারতের সীমান্ত পুরোপুরি নিরাপদ। চিন বুঝতে পারছে যে, ভারত আর দুর্বল নয়। তার শক্তি বেড়েছে। চিনের পাশাপাশি, এদিন পাকিস্তানকেও একহাত নেন রাজনাথ। বলেন, পাকিস্তান ভারতকে ভাঙার চেষ্টা করে চলেছে। কিন্তু, আমাদের নিরাপত্তাবাহিনী প্রতিদিন ২-৪টে করে জঙ্গি খতম করছে।