নয়াদিল্লি: প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সফরের আগে ফের উত্তপ্ত ভারত-চিন সম্পর্ক!


এক সর্বভারতীয় চ্যানেলে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি তিব্বতের স্বশাসিত অঞ্চলে দেখা গিয়েছে চিনের ‘গোপন’ স্টেলথ যুদ্ধবিমান ‘চেংডু জে-২০’। যা নিয়ে নতুন করে উত্তেজনার পারদ চড়তে পারে বলে আশঙ্কা করছে কূটনৈতিক মহল।

ওই সংবাদমাধ্যমের দাবি, বিভিন্ন ওয়েবসাইটে ছবি প্রকাশ পেয়েছে যে, বেজিংয়ের গোপন সামরিক প্রজেক্টগুলির অন্যতম এই যুদ্ধবিমানকে দাওচেং ইয়াডিং বিমানবন্দরে দেখা গিয়েছে।

এই বিমানবন্দরটি অরুণাচল প্রদেশের একেবারে নিকটে অবস্থিত। কিছুদিন আগেই, চিন-সীমান্ত বরাবর অরুণাচল প্রদেশে ব্রহ্মোস মিসাইল বসিয়েছে ভারত। এই নিয়ে নয়াদিল্লির ওপর চাপসৃষ্টি করেছিল বেজিং। যদিও, ভারত বিষয়টিকে আমল দেয়নি।

কূটনৈতিক মহলের মতে, ভারতকে পাল্টা চাপ দেওয়ার জন্যই অত্যাধুনিক যুদ্ধবিমানকে সীমান্তের কাছে তিব্বতে পাঠানোর তোড়জোড় করছে চিন। যদিও, বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ সেনাবাহিনী। তাদের মতে, নিজেদের ভূমির নিরাপত্তা নিয়েই ভাবিত তারা। অন্য দেশে কী হচ্ছে, তা অমূলক।

উল্লেখ্য, আগামীকালই ভিয়েতনামের সঙ্গে ব্রহ্মোস মিসাইল নিয়ে আলোচনা চালাতে চলেছেন মোদী। এই মিসাইল কেনার ব্যাপারে ইচ্ছাপ্রকাশ করেছে তারা। আলোচনা এই কারণে গুরুত্বপূর্ণ, কারণ দক্ষিণ চিন সাগরের দখল নিয়ে চিনের সঙ্গে ঠান্ডা-লড়াই চলছে ভিয়েতনামের।

প্রসঙ্গত, তিব্বতের এই বিমানবন্দরটি সমুদ্রতল থেকে প্রায় ১৪ হাজার ফুট উচ্চতায় অবস্থিত। বর্তমানে এটাই বিশ্বের সর্বোচ্চ অসামরিক বিমানবন্দর।