নয়াদিল্লি: ভারত-চিন সীমান্ত সংঘাত নিয়ে এবার প্রতিবেশী দেশের বিরুদ্ধে পদক্ষেপের ঘোষণা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র রাওয়াত। তিনি ঘোষণা করলেন, রাজ্য সরকার পরিচালিত প্রকল্পগুলিতে চিনার সরঞ্জাম ও যন্ত্রপাতির ব্যবহার করা হবে না। একইসঙ্গে কেন্দ্রের আত্মনির্ভর কর্মসূচীরও ভূয়সী প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বেহাল অর্থনীতিকে পথে ফেরানোর লক্ষ্যে কেন্দ্রের এই কর্মসূচীর প্রশংসা করেছেন ত্রিবেন্দ্র রাওয়াত।
দেহরাদূনে রাজ্যের সচিবালয়ে এক সাংবাদিক বৈঠকে সরকারি প্রকল্পগুলিতে চিনা সংশ্রব এড়ানোর কথা জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১৫ জুন পূর্ব লাদাখে ভারতীয় জওয়ানদের সঙ্গে চিনা বাহিনীর রক্তক্ষয়ী সংঘাতের পর দেশজুড়ে চিনা পণ্য বয়কটের দাবি উঠেছে। গালওয়ান উপত্যকায় বিতর্কিত প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
রাওয়াত বলেছেন, আমাদের সরকার কয়েকদিন আগে বিষয়টি নিয়ে আলোচনা করেছে। আমরা আমাদের প্রকল্পগুলিতে কোনওভাবেই চিনা সরঞ্জাম ও যন্ত্রপাতি ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছি।
কয়েকদিন আগেই রাজ্যের পর্যটনমন্ত্রী বলেছিলেন যে, চিন থেকে কাঁচা মাল বা চিনের কোনও সংশ্রব রয়েছে, এমন প্রকল্পগুলি পুনর্বিবেচনা করে দেখা হবে।
রাজ্যের সরকারি প্রকল্পে চিনা সরঞ্জাম ও যন্ত্রপাতি ব্যবহার নয়, জানালেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Jul 2020 06:40 PM (IST)
ভারত-চিন সীমান্ত সংঘাত নিয়ে এবার প্রতিবেশী দেশের বিরুদ্ধে পদক্ষেপের ঘোষণা উত্তরাকণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র রাওয়াত। তিনি ঘোষণা করলেন, রাজ্য সরকার পরিচালিত প্রকল্পগুলিতে চিনার সরঞ্জাম ও যন্ত্রপাতির ব্যবহার করা হবে না।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -