দেহরাদূণ: চামোলি জেলার বারাহোতি এলাকায় ভারত-চিন সীমান্ত এলাকায় ভারতের আকাশসীমায় একটি হেলিকপ্টারের গতিবিধি ঘিরে চাঞ্চল্য। এই হেলিকপ্টারটি চিনের বলে সন্দেহ। এই ঘটনায় তদন্ত শুরু করেছে প্রশাসন।


চামোলির পুলিশ সুপার তৃপ্তি ভট্ট জানিয়েছেন, গতকাল সকাল সোয়া নয়টা নাগাদ ভারতের আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়া একটি চপারকে উড়তে দেখা যায়। ভারতের আকাশসীমায় প্রায় চার মিনিট ছিল চপারটি।

পুলিশ সুপার বলেছেন, অতীতেও এ ধরনের আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। ইচ্ছাকৃতভাবে আকাশসীমা লঙ্ঘন করা হয়েছে, না অনিচ্ছাকৃতভাবে ঘটেছে, তা জানতে তদন্ত চলছে।