নয়াদিল্লি: পাকিস্তান, চিনের ছাড়া বিষাক্ত গ্যাসের জন্যই ভারতে বায়ুদূষণ হচ্ছে বলে দাবি করায় বিজেপি নেতাকে কটাক্ষ করল বেজিং।
মঙ্গলবার উত্তরপ্রদেশের বিজেপি নেতা বিনীত অগ্রবাল দাবি করেছিলেন, ওই দুটি দেশের কেউ একজন ভারতে বিষাক্ত গ্যাস ছড়িয়ে থাকতে পারে, যেজন্য রাজধানী ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দূষণের মাত্রা লাগামছাড়া হয়েছে। বলেছিলেন, ভারতে বিষাক্ত গ্যাস ছড়িয়ে থাকতে পারে কোনও প্রতিবেশী দেশ যারা আমাদের ভয় পায়। আমার ধারণা, পাকিস্তান বা চিন আমাদের ভয় করে। পাকিস্তান কোনও বিষাক্ত গ্যাস ছড়িয়েছে কিনা, গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা উচিত আমাদের।
বৃহস্পতিবার, বিনীতকে তীব্র কটাক্ষ করলেন চিনের এক শীর্ষস্থানীয় কূটনৈতিক। এদিন বিনীতের মন্তব্যের ভিডিও টুইটারে শেয়ার করে চিনা বিদেশমন্ত্রকের তথ্য বিভাগের উপ-প্রধান লিজিয়ান ঝাও বিজেপি নেতাকে ‘জোকার’ হিসেবে কটাক্ষ করেন। লেখেন, ‘কেমন একটা জোকার! চিন মাঝেমধ্যেই দোষারোপ নেয়। এবার তো একেবারে ঈশ্বর-শ্রেণি দোষারোপ।’ ঝাও যোগ করেন, কেউ যদি (মাথার বদলে) পা দিয়েও ভাবে, তাও তার মনে এমন চিন্তা (চিনের ছাড়া বিষাক্ত গ্যাসে ভারতে বাড়ছে বায়ুদূষণ) আসবে না।