নয়াদিল্লি: রক্ত চন্দন কাঠ দেশের বাইরে পাচারের চেষ্টার অভিযোগে দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার চিনের এক নাগরিক। গত রবিবার চিনের কুনমিংগামী বিমানে চড়ার আগে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ওই ব্যক্তির ব্যাগব্যাগেজ তল্লাশি করে রক্ত চন্দনের কাঠ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শুল্ক বিভাগের এক আধিকারিক। ওই কাঠগুলির ওজন ৮৬ কেজি।
বিলুপ্ত প্রায় প্রজাতি আন্তর্জাতিক বানিজ্য সংক্রান্ত কনভেনশন অনুসারে, রক্ত চন্দনের রফতানি নিষিদ্ধ।
যদিও আন্তর্জাতিক চোরা বাজারে এই কাঠের দাম বেশ চড়া। বিভিন্ন ওষুধ তৈরি ও যৌন ক্ষমতা বৃদ্ধির দাওয়াই হিসেবে রক্ত চন্দনের ব্যবহার করা হয়।
ভারতের বাজারে এর দাম প্রতি কেজি ১০ হাজার টাকা। চিন, জাপান সহ পূর্ব এশিয়ার দেশগুলিতে রক্ত চন্দনের দাম কয়েকগুণ বেশি।
৪৮ বছরের চিনা ব্যক্তির কাছে উদ্ধার হওয়া কাঠের দাম প্রায় ৮.৬ লক্ষ টাকা।
রক্ত চন্দন কাঠ পাচার করতে গিয়ে দিল্লি বিমানবন্দরে ধৃত চিনা নাগরিক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Jul 2017 08:01 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -