নয়াদিল্লি: ডোকলামের পর এবার অরুণাচল প্রদেশে রাস্তা তৈরির চেষ্টা করল চিন। গত সপ্তাহে চিনের রাস্তা তৈরির দল ভারতীয় এই ভূখণ্ডের টুটিং এলাকায় ১ কিলোমিটারের মত ভেতরে ঢুকে পড়ে। ভারতীয় সেনা আটকে দিলে ফিরে যেতে বাধ্য হয় তারা।

সরকারি সূত্রে খবর, রাস্তা তৈরির সরঞ্জাম নিয়ে একদল চিনা নাগরিক অরুণাচলে ঢুকে পড়েন, তাঁদের সঙ্গে মাটি খোঁড়ার জিনিসপত্রও ছিল। ভারতীয় সেনা বাধা দিলে সে সব জিনিসপত্র ফেলে রেখেই তাঁরা চম্পট দেন। জানা গিয়েছে, ওই দলে সাধারণ চিনা যেমন ছিলেন, তেমনই ছিলেন ইউনিফর্ম পরা সেনাকর্মী।

ঘটনাটি ঘটেছে ২৮ ডিসেম্বর, ডোকলাম অচলাবস্থার প্রায় ৪ মাস পর। গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে এক আইটিবিপি কর্মী টুটিং এলাকার বাইসিং গ্রামে গিয়ে দেখেন, কয়েকজন চিনা নাগরিক সেখানে রাস্তা তৈরির জন্য খোঁড়াখুঁড়ি করছেন। তখনই তাঁদের বাধা দেন তিনি, নির্দেশ দেন ফিরে যেতে। কিন্তু তা তাঁরা শুনতে রাজি না হওয়ায় খবর যায় সেনার টহলদারি দলের কাছে।

তবে এ নিয়ে দু'পক্ষের মধ্যে কোনও তিক্ততার সৃষ্টি হয়নি বলে খবর। আলোচনার মাধ্যমে মেটানো গিয়েছে সমস্যাটি।

এরপরই ওই এলাকায় নতুন করে সেনা মোতায়েন করা হয়েছে।