চিঙ্কারা হত্যা মামলায় স্বস্তি সলমনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 May 2016 04:38 PM (IST)
যোধপুর: ১৯৯৮ সালে চিঙ্কারা হত্যা মামলায় স্বস্তি পেলেন বলিউড নায়ক সলমন খান। বুধবার রাজস্থান হাইকোর্ট বলেছে, তাঁর হোটেলের ঘর থেকে যে গুলি উদ্ধার করা হয়েছিল, তার সঙ্গে তাঁর গাড়ি থেকে উদ্ধার হওয়া গুলির কোনও মিল নেই। চিঙ্কারা হত্যা মামলায় পুলিশ একটি ছুরি ও গুলি পেশ করেছিল আদালতে। কিন্তু এদিন হাইকোর্টের বিচারপতি নির্মলজিৎ কউর বলেন, গাড়ি ও হোটেলের ঘর থেকে উদ্ধার হওয়া গুলি শুধু আলাদাই নয়, গুণমানেরও পার্থক্য আছে। যে ছুরিটি পেশ করা হয়েছে আদালতে, সেই ছুরি দিয়ে হরিণকে মারা যায় না। সলমনের আইনজীবী মহেশ বোরা বলেন, উদ্ধার হওয়া গুলি এয়ারগানের। এই গুলিতে কোনও প্রাণীর ক্ষতি হয় না। এই মামলায় সলমনের পাঁচ বছরের কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। সেই রায়ের বিরুদ্ধে আবেদন জানান বলিউড নায়ক। তাঁর সেই আবেদনের ভিত্তিতেই ফের শুনানি শুরু হয়েছে। চলতি মাসের ১০ তারিখ থেকে সরকারি আইনজীবী সওয়াল শুরু করবেন।