বিজয়ওয়াড়া: অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় এক লজেন্স বিক্রেতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ল ১৮ কোটি টাকারও বেশি অর্থ। যা দেখে চোখ কপালে উঠেছে আয়কর দফতরের কর্তাদের। ওই লজেন্স বিক্রেতাকে সমন পাঠানো হয়েছিল। তিনি দাবি করেছেন, এ বিষয়ে কিছুই জানা নেই। আয়কর দফতরের কর্তারা সংশ্লিষ্ট ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করেছেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার সঙ্গে ব্যাঙ্কের আধিকারিকদের যোগও উড়িয়ে দেওয়া হচ্ছে না।


আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে, সি কিশোর লাল নামে ওই ব্যক্তি বাড়ি বাড়ি ঘুরে লজেন্স বিক্রি করেন। তাঁর রোজগার সামান্য। সম্প্রতি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন কিশোর। গত কয়েক মাসে মুম্বই থেকে তাঁর অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন হয়েছে। কিশোরের অ্যাকাউন্টে মোট ১৮ কোটি ১৪ লক্ষ ৯৮ হাজার ৮১৫ টাকা রয়েছে। তাঁর আয়ের সঙ্গে এই বিপুল পরিমাণ টাকা মোটেই সঙ্গত নয়। সেই কারণেই সন্দেহ হয় আয়কর দফতরের। তদন্তে আসল তথ্য প্রকাশিত হবে বলেই আশা করছেন তদন্তকারীরা।