নয়াদিল্লি: কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মানেকা গাঁধী বলেছিলেন, সিনেমা থেকে অনুপ্রেরণা পেয়ে দেশে নারী নির্যাতন এত বেড়ে গিয়েছে। সেই বক্তব্যের বিরুদ্ধে সরব হলেন বিজেপি নেতা শত্রুঘ্ন সিংহ। ঠিক লোকেদের সঙ্গে আলোচনা করে ঠিক সময়ে ঠিক বিষয় নিয়ে মুখ খুলতে মানেকাকে পরামর্শ দিয়েছেন তিনি।

গোয়ায় বেটি বাঁচাও বেটি পড়াও-এর একটি অনুষ্ঠানে মানেকা বলেন, প্রায় সব ছবিতে দেখানো হয়, ইভ টিজিং থেকে রোমান্সের শুরু। তা সে হিন্দি ছবিই হোক বা আঞ্চলিক ছবি। নায়ক মেয়েটিকে ছোট করার চেষ্টা করবে, তার চারপাশে ঘুরবে, ইভ-টিজ করবে আর এত কিছুর পর মেয়েটি সেই ছেলেরই প্রেমে পড়ে যাবে। সিনেমার মত শক্তিশালী গণমাধ্যমে গত ৫০ বছর ধরে মেয়েদের এভাবেই দেখিয়ে আসছি আমরা।



এর প্রতিবাদে টুইটারে দলীয় নেত্রীর বিরুদ্ধে সরব হয়েছেন ইদানীং বিজেপিতে কিঞ্চিৎ একঘরে হয়ে পড়া শত্রুঘ্ন। তাঁর দাবি, খবরে থাকা বা পাদপ্রদীপের আলোয় আসার জন্য অপরাধের কারণ হিসেবে সিনেমাকে কাঠগড়ায় দাঁড় না করালেও চলে। দুর্নীতির জন্য কে দায়ী- সিনেমা না রাজনীতিকরা? সন্ত্রাসবাদ, দেশবিরোধী আচরণ, শ্লীলতাহানি, বিমানকর্মীর ওপর হামলা, দাঙ্গা- এসবের জন্যও কি সিনেমা দায়ী?
পিঙ্ক, দঙ্গলের মত সামাজিক বার্তাবহ ছবির ব্যাপারে মানেকার মতামতও চেয়েছেন তিনি।