নয়াদিল্লি: চপার-কেলেঙ্কারি কাণ্ডে অবসরপ্রাপ্ত বায়ুসেনা প্রধান এস পি ত্যাগীর সিবিআই হেফাজতের মেয়াদ আরও তিনদিন বাড়ল।
এদিন ত্যাগীর হেফাজতের মেয়াদ বৃদ্ধি করার জোরালো সওয়াল করে বিশেষ আদালতকে সিবিআই জানায়, অগুস্তা ওয়েস্টল্যান্ড ভিভিআইপি চপার কেলেঙ্কারি ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’। এতে ‘দেশের স্বার্থে আঘাত লেগেছে’। তাই, ত্যাগীকে এই মামলায় আরও জেরা করার প্রয়োজন আছে।
সিবিআই সাতদিনের হেফাজতের দাবি তুলেছিল। কিন্তু অবসরপ্রাপ্ত বায়ুসেনা প্রধানকে আরও তিনদিন সিবিআই হেফাজতে পাঠিয়ে দেন বিশেষ সিবিআই বিচারক অরবিন্দ কুমার।