নয়াদিল্লি: অগুস্তা ওয়েস্টল্যান্ড চপার মামলায় সনিয়া গাঁধী, মনমোহন সিংহ সহ রাজনৈতিক মাথাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ চেয়ে পেশ হওয়া জনস্বার্থ পিটিশনের শুনানি হবে আগামী সপ্তাহে। প্রধান বিচারপতি টি এস ঠাকুর , বিচারপতি আর ভানুমতি ও বিচারপতি ইউ ইউ ললিতকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ এ কথা জানিয়েছে। এদিন আইনজীবী এম এল শর্মা সওয়াল করেন, বিষয়টি খুবই সিরিয়াস, গুরুত্বপূর্ণ, তাই ওই পিটিশনের যত দ্রুত সম্ভব শুনানি হোক।


বেঞ্চ পিটিশনটি তালিকাভুক্ত করার নির্দেশ দেয়।

প্রসঙ্গত, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ ভিভিআইপি-দের নিয়ে ও দিয়ে আসার জন্য ১২টি হেলিকপ্টার সরবরাহের বরাত পেতে অগুস্তা ভারতীয়দের ঘুষ দিয়েছে, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৩ সালে মামলা দায়ের করে সিবিআই। পাশাপাশি ইতালির এক আদালতের রায়ে অগুস্তার চিফ এক্সিকিউটিভকে দোষী ঘোষণা করা হয়। তাছাড়া এক অস্ত্র কেনাবেচার দালালের, হাতে লেখা নথিতে সনিয়া, তাঁর রাজনৈতিক উপদেষ্টা আহমেদ পটেল ও প্রাক্তন বায়ুসেনা প্রধান এসপি ত্যাগীর নাম করার বিষয়টিও ইতালির আদালত উল্লেখ করেছে বলে শোনা গিয়েছে।