নয়াদিল্লি: ৪৫০ কোটির অগুস্তা ওয়েস্টল্যান্ড ভিভিআইপি চপার দুর্নীতি কাণ্ডে ভারতীয় বায়ুসেনার প্রাক্তন প্রধান এস পি ত্যাগী সহ ১০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করল সিবিআই।


শুক্রবার, বিশেষ সিবিআই বিচারক অরবিন্দ কুমারের এজলাসে যে চার্জশিট দাখিল করা হয়েছে তাতে ত্যাগী ছাড়াও নাম রয়েছে তাঁর আত্মীয় সঞ্জীব ওরফে জুলি এবং আইনজীবী গৌতম খৈতানের।


কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, বিভিন্ন ‘ভুয়ো’ সংস্থার মাধ্যমে ঘুষের টাকা যে রাস্তায় ভারতে পৌঁছেছিল, তার মাস্টারপ্ল্যান করেছিলেন খৈতান। সিবিআই আরও জানিয়েছে, ইউরোপীয় মিডলম্যান কার্লো গেরোসার সঙ্গে পরিচয় ছিল সঞ্জীবের।


২০০৭ সালে বায়ুসেনার প্রধানের পদ থেকে অবসর নেওয়া ৭১ বছরের ত্যাগী, সঞ্জীব এবং খৈতানকে গত বছরের ৯ ডিসেম্বর গ্রেফতার করে সিবিআই। অভিযুক্তরা বর্তমানে জামিনে রয়েছেন।