নয়াদিল্লি: সনিয়া গাঁধীকে 'ভয় পান' নরেন্দ্র মোদী। তাই অগুস্তা ওয়েস্টল্যান্ড কাণ্ডে তাঁকে গ্রেফতার করতে পারছেন  না। দিল্লির যন্তর মন্তরে এক জনসভায় এই অভিযোগ করলেন অরবিন্দ কেজরীবাল। দিল্লির মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, ভেতরে ভেতরে কংগ্রেস- বিজেপি বোঝাপড়া হয়েছে। তাই ইতালির আদালত চপার কাণ্ডে সনিয়ার নাম করা সত্ত্বেও মোদী তাঁকে গ্রেফতার করছেন না। উল্টোদিকে কংগ্রেসও মোদীর ডিগ্রি নিয়ে এএপি-র পথে হেঁটে হইচই করছে না। তাঁর প্রশ্ন, গত দু’বছরে চপার কাণ্ডের তদন্তে কতটা এগিয়েছে মোদী সরকার? ইতালি সরকার তো তদন্ত শেষ করেছে, আদালতে মামলা করেছে, আদালত রায়ও দিয়েছে, যারা অপরাধী তাদের জেলেও পুরে দিয়েছে। তাহলে মোদী সরকার এই ইস্যুতে এত ঢিমে তালে এগোচ্ছে কেন। বিরোধীরা অবশ্য প্রশ্ন করছেন, কেজরীবালও তো ক্ষমতায় এলে কমনওয়েলথ কেলেঙ্কারিতে শীলা দীক্ষিতকে জেলে পোরার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে ব্যাপারে কেন গত দেড় বছরে টুঁ শব্দটিও করেননি তিনি। তা ছাড়া অগুস্তা মামলা আদালতে বিচারাধীন। মোদী কী করে আগেভাগে সনিয়াকে জেলে পুরতে পারেন সে ব্যাপারেও জানতে চাইছেন তাঁরা।