চণ্ডীগড়: ধর্ষণ মামলায় আজ ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিমকে দোষী সাব্যস্ত করেছে বিশেষ সিবিআই আদালত। রায় ঘোষণার পর থেকেই হরিয়ানা, পঞ্জাবে শুরু হয়েছে অশান্তি। একঝলকে দেখে নেওয়া যাক এই মামলার ঘটনাক্রম।
. ২০০২ সালের এপ্রিলে এক অজ্ঞাতপরিচয় মহিলা পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে অভিযোগ করেন, সিরষায় ডেরা সচ্চা সৌদার মহিলাদের যৌন নির্যাতন করা হচ্ছে
. ২০০২ সালে মে মাসে সিরষা জেলা ও দায়রা বিচারপতিকে এই অভিযোগের তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট
. ২০০২ সালের সেপ্টেম্বরে জেলা আদালত জানায়, যৌন নির্যাতনের অভিযোগের সত্যতা রয়েছে বলেই মনে হচ্ছে। এরপরেই সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট
. ২০০২ সালের ডিসেম্বরে ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংহের বিরুদ্ধে ধর্ষণ ও হুমকি দেওয়ার অভিযোগে মামলা দায়ের করে সিবিআই
. ২০০৭ সালের জুলাইয়ে অম্বালা আদালতে রাম রহিমের বিরুদ্ধে চার্জশিট দেয় সিবিআই। ১৯৯৯ সাল থেকে ২০০১ সালের মধ্যে দুই সাধ্বীকে যৌন নির্যাতনের কথা উল্লেখ করা হয় চার্জশিটে
. ২০০৮ সালের সেপ্টেম্বরে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ও ৫০৬ ধারায় রাম রহিমের বিরুদ্ধে চার্জ গঠন করে বিশেষ সিবিআই আদালত
. ২০০৯ থেকে ২০১০ সালের মধ্যে আদালতে বয়ান দেন দুই অভিযোগকারী
. ২০১১ সালের এপ্রিলে বিশেষ সিবিআই আদালত অম্বালা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় পাঁচকুলায়। রাম রহিমের বিরুদ্ধে মামলাটিও সরিয়ে নিয়ে যাওয়া হয়
. এ বছরের জুলাইয়ে রোজ শুনানির নির্দেশ দেয় বিশেষ সিবিআই আদালত
. এ মাসের ১৭ তারিখ দু পক্ষের সওয়াল-জবাব শেষ হয়। বিশেষ সিবিআই আদালতের বিচারপতি জগদীপ সিংহ আজ রায় ঘোষণা করার কথা জানান। তিনি রাম রহিমকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন
. আজ রাম রহিমকে দোষী সাব্যস্ত করেছে আদালত। সোমবার তাঁর সাজা ঘোষণা করা হবে
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
দেখুন, গুরমিত রাম রহিমের বিরুদ্ধে ধর্ষণ মামলার ঘটনাক্রম
Web Desk, ABP Ananda
Updated at:
25 Aug 2017 05:52 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -