নয়াদিল্লি:  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান যাত্রার খরচ কত, আজ কেন্দ্রীয় তথ্য কমিশনে এবিষয় শুনানি হবে। মঙ্গলবারের শুনানির সময় সেখানে প্রধানমন্ত্রীর দফতরের প্রতিনিধি ও বিদেশ মন্ত্রকের প্রতিনিধিকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।


প্রসঙ্গত, কমরেড লোকেশ বাত্রা সম্প্রতি প্রধানমন্ত্রী এবং তাঁর পূর্বসূরীদের বিদেশ সফর সংক্রান্ত খরচের তথ্য জানতে চান। কিন্তু তথ্যের অধিকার আইনের নিরাপত্তার অজুহাত দেখিয়ে সে তথ্য দিতে অস্বীকার করে বিদেশ মন্ত্রক। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফেও ব্যক্তিগত নিরাপত্তা লঙ্ঘন হবে দেখিয়ে তথ্য দিতে অস্বীকার করা হয়। এরপরই তথ্য কমিশনের দ্বারস্থ হন কমরেড লোকেশ বাত্রা। তথ্য কমিশনের প্রধান রাধা কৃষ্ণ মাথুর প্রধানমন্ত্রীর দফতরকে নির্দেশ দেন, অবিলম্বে প্রধানমন্ত্রী বিদেশ সফর সংক্রান্ত সমস্ত ফাইল খতিয়ে দেখতে এবং তাঁকে জানাতে এই ফাইল প্রকাশ্যে এলে নিরাপত্তা কোনও ভাবে লঙ্ঘিত হবে কিনা।

ওই ফাইলগুলো যাচাই করে দেখেছে তথ্য কমিশন। এর ভিত্তিতেই আজ শুনানি হবে।