নয়াদিল্লি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আগেই। সেইমতো বাবা রামদেবের হরিদ্বারের ফুড পার্কের নিরাপত্তায় ২৪ ঘণ্টার জন্য সিআরপিএফ মোতায়েন হয়েছে। বাহিনীর প্রায় তিন ডজন সশস্ত্র কমান্ডো সব সময় কড়া নজর রাখবে পার্কের সুরক্ষায়। সব মিলিয়ে ৩৪ জন কমান্ডো পার্ক ঘিরে রাখছেন। তাঁদের মাথায় রাখা হয়েছে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট পর্যায়ের অফিসারকে।
এ পর্যন্ত এ ধরনের নিরাপত্তা দেওয়া হয়েছে শুধুমাত্র ইনফোসিস-এর মতো বেসরকারি সংস্থাকেই।
পতঞ্জলির এক আধিকারিক জানিয়েছেন, জওয়ানদের থাকার জায়গা সহ পরিকাঠামোগত ব্যবস্থা করেছে পতঞ্জলি ফুড অ্যান্ড হার্বাল পার্ক প্রাইভেট লিমিটেড। আগেই এহেন নিরাপত্তা বাবদ খরচ ধরা হয়েছিল বছরে ৪০ লক্ষ টাকা। এর আগে গত বছর আংশিক সময়ের জন্য বাহিনী নিয়োগ করেছিল সেন্ট্রাল ইন্ডাস্ট্রি সিকিউরিটি ফোর্স। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ মেনে পূর্ণ সময়ের জন্য নিরাপত্তারক্ষী নিয়োগ করা হল রামদেবের ফুড পার্কে।
উল্লেখ্য, ২০০৮-এর মুম্বই জঙ্গি হামলার ঘটনার পর থেকেই প্রথম বার সমস্ত বেসরকারি সংস্থায় আধাসামরিক সেনা নিয়োগ বাধ্যতামূলক করা হয়।
হরিদ্বারে রামদেবের ফুডপার্কের সুরক্ষায় ২৪ ঘণ্টার ৩৪ সিআইএসএফ সশস্ত্র কমান্ডো
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Apr 2016 07:56 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -