বিমানে শ্লীলতাহানি, অভিযুক্ত সিআইএসএফ হেড কনস্টেবল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 May 2016 05:23 PM (IST)
নয়াদিল্লি: বিমানের মধ্যে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠল সিআইএসএফ-এর হেড কনস্টেবলের বিরুদ্ধে। ঘটনাটি গত সপ্তাহের। অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পরে অবশ্য জামিনে ছাড়া পেয়ে গিয়েছেন তিনি। দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরের ডেপুটি পুলিশ কমিশনার দীনেশ কুমার গুপ্ত বলেছেন, গত ৪ মে এই শ্লীলতাহানির ঘটনা ঘটে। অভিযুক্ত রঘুবীর যাদব প্রসাদ রাজস্থানের বাসিন্দা। তিনি কর্ণাটকে নিযুক্ত। ছুটিতে বাড়ি ফিরছিলেন রঘুবীর। সেই সময়ই তিনি ৩২ বছর বয়সি ওই মহিলার শ্লীলতাহানি করেন। রঘুবীরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ (ক) ধারায় মামলা দায়ের হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি বহুজাতিক সংস্থার সিনিয়র ম্যানেজার ওই মহিলা জানলার ধারের আসনে বসেছিলেন। মাঝের আসনটি ফাঁকা ছিল এবং তার পরের আসনে রঘুবীর বসেছিলেন। তিনি বিমানে ওঠার সময় থেকেই ওই মহিলার দিকে আপত্তিজনকভাবে তাকাচ্ছিলেন। বিমান চলা শুরু করার সময় তিনি আপত্তিজনক অঙ্গভঙ্গিও করেন। এরপরেই তিনি শ্লীলতাহানি করেন। ওই মহিলার চিৎকারে বিমানকর্মীরা ছুটে আসেন। বিমানটি দিল্লিতে নামার পরেই গ্রেফতার করা হয় রঘুবীরকে। পরে আদালত থেকে জামিন পান তিনি।