পটনা: সহকর্মীদের ওপর অকস্মাত্ গুলিবৃষ্টি বিহারের ঔরঙ্গাবাদের নবিনগর পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডে ডিউটিরত সিআইএসএফ জওয়ানের। নিহত হয়েছেন তাঁর চার সহকর্মী।
পুলিশ সুপার জানিয়েছেন, সম্ভবত ছুটি সংক্রান্ত বিষয়ে মনের বিরুদ্ধে কিছু হওয়ায় বলবীর নামে ওই ঘাতক জওয়ান ভিতরে ভিতরে ক্ষোভে ফুঁসছিলেন। আজ বেলা ১২টা নাগাদ শিফট বদলের সময় সহকর্মীরা জড়ো হচ্ছিলেন, তখনই নিজের ইনসাস রাইফেল থেকে গুলি চালিয়ে দেন বলবীর। তাঁকে অবশ্য সঙ্গে সঙ্গে কাবু করে ফেলেন আশপাশের লোকজন। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন দুজন। বাকি দুজন জখম জওয়ানকে পাশের রোহতাস জেলায় নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়ে দেন ডাক্তাররা। নিহত জওয়ানরা হলেন বাচ্চা শর্মা, এন মিশ্র, অরবিন্দ কুমার ও জি এস রাম।
আলিগড়ের বাসিন্দা বলবীরকে গ্রেফতার করা হয়েছে বলে জানান সত্যপ্রকাশ। তদন্তের ব্যাপারে ঘটনাস্থলে গিয়েছেন পুলিশের পদস্থ কর্তারা।
শোনা যাচ্ছে, দু মাসের যোগা কোর্স করে কাজে ফিরেছিলেন বলবীর। ছুটিছাটা নিয়ে কিছু সমস্যা হয়েছিল। তা থেকে বিরোধের ফলেই কি এমন তাণ্ডব ওই জওয়ানের, খতিয়ে দেখতে ঘটনার কোর্ট অব এনকোয়্যারির নির্দেশ দিয়েছে সেনা কর্তৃপক্ষ।
যোগা কোর্স করে কাজে যোগ দিয়েছিলেন, সহকর্মীদের ওপর গুলিবৃষ্টি সিআইএসএফ জওয়ানের, হত ৪
Web Desk, ABP Ananda
Updated at:
12 Jan 2017 04:52 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -