জঙ্গি হামলার শঙ্কা, দেহরাদুনে ইসরোর রিমোট সেন্সিং কেন্দ্রের নিরাপত্তায় ৬০-এর বেশি সশস্ত্র সিআইএসএফ জওয়ান
Web Desk, ABP Ananda
Updated at:
06 Jan 2018 04:07 PM (IST)
ফাইল ছবি।
নয়াদিল্লি: ইসরোর আওতায় থাকা দেহরাদুনের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং (আইআইআরএস)-এর নিরাপত্তার ভার হাতে নিল ৬০-এর বেশি সিআইএসএফ জওয়ানদের একটি সশস্ত্র বাহিনী। সেখানে সম্ভাব্য সন্ত্রাসবাদী হামলা বা হুমকি মোকাবিলার জন্যই গতকাল থেকে দায়িত্ব দেওয়া হল তাদের। এ কথা জানিয়েছেন সিআইএসএফের মুখপাত্র অ্যাসিস্ট্যান্ট ইনস্পেক্টর জেনারেল হেমেন্দ্র সিংহ।
রিমোট সেন্সিং, জিও-ইনফরম্যাটিক্স, প্রাকৃতিক সম্পদ, পরিবেশ ও বিপর্যয় মোকাবিলায় জিপিএস প্রযুক্তি ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয় এই নামী সংস্থায়।
২৪ ঘন্টা দিনরাত ওই প্রতিষ্ঠানকে সুরক্ষা দেবে ৬৩ জন সশস্ত্র আধাসামরিক জওয়ান। সেখানে কোনও জঙ্গি হামলা বা অন্তর্ঘাতমূলক কার্যকলাপ দমনে জায়গায় জায়গায় থাকবে বিশেষ গাড়িবাহী বিশেষ কম্যান্ডোরা।
ওই ক্যাম্পাসেই আছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এলাকার সেন্টার ফর স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি এডুকেশনের সদর কার্য্যালয়, যা রাষ্ট্রপুঞ্জের অনুমোদিত সংস্থা।
সিআইএসএফের মুখপাত্রটি বলেন, দেশব্যাপী মহাকাশ দপ্তরের নানা সংস্থার ভবনগুলির ওপর হামলার বিপদ বেড়েছে। আইআইআরএস দেশবিরোধীদের সম্ভাব্য নাশকতা, হামলার টার্গেট হতে পারে বলে আশঙ্কা রয়েছে।
এই নিয়ে দেশজুড়ে নানা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তা, সুরক্ষা দেওয়ার ব্যাপারে নিয়োগ করা হল সিআইএসএফের মোট ৩৪০টি ইউনিটকে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -