পুনে: ‘চাকরিতে অনিশ্চয়তা’র জেরে আত্মঘাতী হলেন ২৫ বছরের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। পুনের বিমান নগর এলাকার একটি হোটেলের বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন গোপীকৃষ্ণ দুর্গাপ্রসাদ নামে ওই তরুণ। পুলিশ জানিয়েছে, মাত্র তিনদিন আগে একটি তথ্য-প্রযুক্তি সংস্থায় কাজে যোগ দিতে পুনেতে এসেছিলেন তিনি। এর আগে তিনি দিল্লি ও হায়দরাবাদেও কাজ করেছেন।

পুনেতে গোপীকৃষ্ণর নিয়োগকারী সংস্থা তাঁকে ওই হোটেলে রেখেছিল।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, গত বুধবার প্রথমে হাতের কব্জি কাটেন তিনি। এরপর  পাঁচতলা হোটেলের বারান্দা থেকে ঝাঁপ দেন গোপীকৃষ্ণ।

হোটেলে গোপীকৃষ্ণর রুম থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। ওই নোটে গোপীকৃষ্ণ লিখেছেন, ‘তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে চাকরির কোনও নিশ্চয়তা নেই।ভয় পাচ্ছি যে, আমি হয়ত আমার পরিবারকে ঠিকমতো দেখভাল করতে পারব না। আমার পরিবারকে দেখবেন। আমি ভবিষ্যত সম্পর্কে উদ্বিগ্ন, কারণ আমরা ততটা শক্তিশালী নই’।

গোপীকৃষ্ণকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে হোটেলের কর্মী ঘটনার কথা পুলিশকে জানান।

ময়নাতদন্তের পর গোপীকৃষ্ণর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছ এবং বিস্তারিত তদন্ত চলছে।