নয়াদিল্লি: লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হয়ে গেলেও, এটিকে সংবিধান-বিরোধী বলে দাবি করলেন প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম। তাঁর মতে, এই বিল সংবিধান-বিরোধী। সংসদ থেকে এই বিলের বিরুদ্ধে লড়াই সুপ্রিম কোর্টে স্থানান্তরিত হবে।

গতকাল লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিরোধীদের প্রতিবাদের মধ্যেই মধ্যরাতে বিলটি পাশ হয়। ৩১১ জন সাংসদ বিলের পক্ষে ভোট দেন। বিপক্ষে ভোট দেন ৮০ জন। বিলে বলা হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে এদেশে চলে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। এরপরেই ট্যুইট করে বিলটির তীব্র সমালোচনা করেন চিদম্বরম।