হোসাঙ্গাবাদ (মধ্যপ্রদেশ): মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদ শহরকে পুরোপুরি নিরামিষাশী করে তোলার চেষ্টা। সব ধরনের মাংস ও মাছ বিক্রি, খাওয়া নিষিদ্ধ করে শহরটাকে নিরামিষাশী করা যায় কিনা, সে ব্যাপারে হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মতো সোস্যাল নেটওয়ার্কিং সাইটে বাসিন্দাদের মতামত নিচ্ছেন স্থানীয় পুরসভার প্রেসিডেন্ট অখিলেশ খান্ডেলওয়াল। পশুপাখী, প্রাণী হত্যা, মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করতে চান তাঁরা।
খান্ডেলওয়াল বলেছেন, জনমত যাচাই করার পর শহরে সব ধরনের মাংসে নিষেধাজ্ঞা চাপাতে প্রস্তাব আনা হবে পুরসভায়। এক সপ্তাহের মধ্যেই নর্মদার তীরে অবস্থিত এই শহরে আমিষ খাওয়া বন্ধ করে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
চলবে না মাছ-মাংস কিছুই, হোসাঙ্গাবাদকে 'নিরামিষ' শহর করার চেষ্টা
Web Desk, ABP Ananda
Updated at:
11 Apr 2017 02:27 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -