অফিসে কাজের সময় টিকটকে ভিডিও তোলা, সোস্যাল মিডিয়ায় চ্যাট, খাম্মাম পুরসভায় ১১ কর্মীকে বদলি, ছাঁটাই বেতন
Web Desk, ABP Ananda | 16 Jul 2019 07:36 PM (IST)
সরকারি কর্তাটি জানিয়েছেন, ওঁরা ক্লারিকাল কাজ করতেন, কয়েকজন ফিল্ড স্তরেও যুক্ত ছিলেন। অফিসে কাজের সময় সোস্যাল মিডিয়ায় গল্পগাছা, ভিডিও শেয়ারিং অ্যাপ রেকর্ডিং করছিলেন।
হায়দরাবাদ: অফিসে কাজের সময় মোবাইল অ্যাপ টিকটকে ভিডিও তোলা, বিভিন্ন সোস্যাল মিডিয়ায় চ্যাট করার অভিযোগে খাম্মাম পুরসভার ১১জন কর্মীকে বদলি করা হয়েছে, তাঁদের মাইনে ছাঁটার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। ওঁদের সবাইকে নেওয়া হয়েছিল আউটসোর্সিংয়ের মাধ্যমে। এক সরকারি কর্তা জানিয়েছেন, সতর্ক করে দেওয়ার পাশাপাশি পুর কমিশনার জে শ্রীনিবাস রাও পুরুষ ও মহিলা কর্মী মিলিয়ে ওই ১১ জনকে পুরসভায় বর্তমান পদ থেকে বদলির নির্দেশ দিয়েছেন, বেতনও ছাঁটা হয়েছে। যদিও ভিডিওগুলি পুরানো, গত কয়েকদিনে তোলা নয়। সরকারি কর্তাটি জানিয়েছেন, ওঁরা ক্লারিকাল কাজ করতেন, কয়েকজন ফিল্ড স্তরেও যুক্ত ছিলেন। অফিসে কাজের সময় সোস্যাল মিডিয়ায় গল্পগাছা, ভিডিও শেয়ারিং অ্যাপ রেকর্ডিং করছিলেন। ওঁদের শেয়ার করা ভিডিওগুলি বিভিন্ন সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে, এমনকী কয়েকটি চ্যানেলেও সম্প্রচারিত হয়। পুরকর্তাটি বলেন, মিডিয়া রিপোর্ট থেকেই আমরা পুরো বিষয়টি জানতে পারি। ওঁদের সাবধান করে বলা হয়, ফের যেন এমন না করেন। মোট ১১ স্টাফ জড়িত ছিলেন। সবাই আউটসোর্স করা কর্মী।