জম্মু-কাশ্মীরে গ্রেনেড বিস্ফোরণ, মৃত ১, আহত ১০
Web Desk, ABP Ananda | 12 Sep 2016 06:12 PM (IST)
শ্রীনগর: ঈদের আগের দিন কাশ্মীরে গ্রেনেড বিস্ফোরণ। আজ রাতে অনন্তনাগের পুলিশ পোস্টে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক স্থানীয় বাসিন্দার। আহত ১০। তাঁদের মধ্যে ৩ জন পুলিশকর্মী। পুলিশ সূত্রে খবর, শ্রীনগর থেকে ৫৫ কিমি দূরে শেরবাগ এলাকার পুলিশ পোস্টে বিস্ফোরণ ঘটানো হয়। সেইসময় সেখানকার অধিকাংশ মানুষজন ঈদের শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত ছিল। বিস্ফোরণে মৃত্যু হয় বিলাল আহমেদ নামে এক বাসিন্দার। আহত হন তিন পুলিশকর্মীসহ ১০ জন। তাঁদের অবস্থা বেশ আশঙ্কাজনক। সেনা হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের।