কাশ্মীরে সেনা কনভয়ে জঙ্গি হামলা, প্রাণ হারালেন ৩ জওয়ান সহ ৪জন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Feb 2017 07:52 AM (IST)
শ্রীনগর: জম্মু কাশ্মীরের সোপিয়ানে সেনা কনভয়ে ফের জঙ্গি হামলা। সাম্প্রতিককালে সেনার ওপর অন্যতম বড় এই হামলায় ৩ সেনার মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৪ সেনা কর্মী। দু’পক্ষের গুলি বিনিময়ের মধ্যে পড়ে ১ মহিলার প্রাণ গিয়েছে। ৪৪ রাষ্ট্রীয় রাইফেলসের সেনা জওয়ানরা মাতৃগামের একটি গ্রামে জঙ্গিবিরোধী অপারেশন সেরে ফিরছিলেন। রাত আড়াইটে নাগাদ তাঁদের ওপর হামলা চালায় অত্যাধুনিক অস্ত্রশস্ত্রধারী একদল জঙ্গি। জবাব দেয় সেনাও। প্রায় এক ঘণ্টা ধরে দু'তরফের গুলিবিনিময় চলে। কিন্তু জঙ্গিরা রাতের অন্ধকারে গা ঢাকা দেয়। এলাকায় অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে তল্লাশির জন্য। জঙ্গি হামলায় ঘটনাস্থলেই শহিদ হন ৩ জওয়ান। এক অফিসার সহ আর কয়েকজন সেনার অবস্থা গুরুতর। শ্রীনগরে নিয়ে গিয়ে চিকিৎসা চলছে তাঁদের। জানা বেগম নামে এক বয়স্ক মহিলার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। তিনি নিজের ঘরে ছিলেন, ছিটকে আসা গুলি বিঁধে মৃত্যু হয় তাঁর। গত ৩ সপ্তাহে এই নিয়ে চারবার কাশ্মীরে সেনার ওপর বড়সড় হামলা হল। এর আগে তিনটি এনকাউন্টারে শহিদ হন এক মেজর সহ ৬ সেনাকর্মী।