অভিযোগমুক্ত না হওয়া পর্যন্ত বিচারবিভাগে থাকা উচিত নয় দীপক মিশ্রর, দাবি কংগ্রেসের
Web Desk, ABP Ananda | 22 Apr 2018 08:36 PM (IST)
নয়াদিল্লি: যাবতীয় অভিযোগ থেকে মুক্ত না হওয়া পর্যন্ত বিচারবিভাগ ও প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত থাকা উচিত নয় প্রধান বিচারপতি দীপক মিশ্রর। আজ এমনই দাবি করেছে কংগ্রেস। প্রধান বিচারপতির বিরুদ্ধে রাজ্যসভায় ইমপিচমেন্টের প্রস্তাব আনা ঠিক কাজই হয়েছে বলে দাবি করেছেন কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা। তিনি আজ বলেছেন, ‘প্রধান বিচারপতির বিজেপি-কে বলা উচিত, তাঁর দফতর নিয়ে যেন রাজনীতি করা না হয়। প্রধান বিচারপতি কোনও দলের সদস্য নন। তিনি বিচারবিভাগের প্রধান। তাঁর নিরপেক্ষ থাকা উচিত। কিন্তু বিজেপি নেতা-মন্ত্রীরা যেভাবে প্রধান বিচারপতির পাশে দাঁড়িয়েছেন, তাতে তাঁর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে।’ শুক্রবার কংগ্রেস সহ সাতটি দলের ৭১ জন সাংসদ রাজ্যসভায় প্রধান বিচারপতির বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব জমা দিয়েছেন। আজ ফের প্রধান বিচারপতি ও বিজেপি-কে একযোগে আক্রমণ করল কংগ্রেস।