নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের মামলা বণ্টনের ক্ষেত্রে যুক্তিসঙ্গত ও স্বচ্ছ নীতি গঠন করার দাবিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ হয়ে গেল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র, এ এম খালবিলকর ও ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বলেছে, প্রধান বিচারপতি সম-পদমর্যাদাধারীদের মধ্যে প্রথম। মামলা বণ্টন এবং বেঞ্চ গঠনের সাংবিধানিক অধিকার তাঁর আছে।


বিচারপতি চন্দ্রচূড় বলেছেন, প্রধান বিচারপতির যেহেতু সাংবিধানিক অধিকার আছে, তাই তাঁর দায়িত্ব পালন নিয়ে কোনও সন্দেহ থাকতে পারে না। সুপ্রিম কোর্ট সংবিধান মেনেই কাজ করে।

গত ১২ জানুয়ারি সুপ্রিম কোর্টের চার বিচারপতি জে চেলামেশ্বর, রঞ্জন গগৈ, মদন বি লোকুর ও কুরিয়েন জোশেফ নজিরবিহীনভাবে সাংবিধানিক বৈঠক করে প্রধান বিচারপতির বিরুদ্ধে মামলা বণ্টনের ক্ষেত্রে পক্ষপাতের অভিযোগ করেন। এই পরিপ্রেক্ষিতেই জনস্বার্থ মামলা দায়ের করা হয়।