গুজরাতের বিশ্ববিদ্যালয়ে ভারতীয়-বিদেশি ছাত্র সংঘর্ষ, আহত ২০
Web Desk, ABP Ananda | 06 Feb 2017 09:41 AM (IST)
ভডোদরা: দু' দল পড়ুয়ার সংঘর্ষের জেরে রণক্ষেত্র হয়ে উঠল গুজরাতের পারুল বিশ্ববিদ্যালয় চত্বর। আহত ২০ জনেরও বেশি পড়ুয়া। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি আইসিইউ-এ ভর্তি। ভডোদরার পারুল বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ভারতীয় ও বিদেশি মিলিয়ে প্রায় হাজার পাঁচেক আবাসিক রয়েছেন। ঘটনার সূত্রপাত দুই ছাত্রের মধ্যে বাইক রেষারেষিকে কেন্দ্র করে। এনিয়ে ভারতীয় পড়ুয়াদের সঙ্গে বিদেশি পড়ুয়াদের বচসা বাধে। এর জেরে রাত ৯টা নাগাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয় হাতাহাতি। জিতেশ পটেল নামে এক পড়ুয়া গুরুতর জখম হন। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসধীন। বিশ্ববিদ্যালয় চত্বরে মোতায়েন বিশাল পুলিশবাহিনী।