শ্রীনগর: পুলওয়ামায় লস্কর-ই-তৈবা চাঁই আবু দুজানা ও আরও এক জঙ্গির সঙ্গে নিরাপত্তাবাহিনীর সংঘর্ষস্থলের কাছে পাথর ছোঁড়া বিক্ষোভকারীদের সামলাতে গুলি চালাল পুলিশ। একজন নিহত হয়েছে, জখম হয়েছে একাধিক লোক। দুজানার মৃত্যুর খবর ছড়াতেই সেখানে কাতারে কাতারে স্থানীয় মানুষ হাজির হয়।  নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ চলে মারমুখী জনতার।

এক পুলিশ অফিসার জানিয়েছেন, সরকারি ভাবে নিহত ব্যক্তির পরিচয় মেলেনি। তবে তাকে হাসপাতালে নিয়ে আসা স্থানীয় মানুষজন জানান, তার নাম ফিরদৌস আহমেদ। তাকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে বলে ঘোষণা করেন ডাক্তাররা।

পুলিশ অফিসারটি জানান, পুলওয়ামার হাকরিপোরায় জঙ্গি দমন অভিযান চলছিল নিরাপত্তাবাহিনীর। জওয়ানদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে শখানেক দুষ্কৃতী। তাদের হটাতে জওয়ানরা কাঁদানে গ্যাসের শেল, পেলেট  ছোঁড়ে, কয়েক রাউন্ড গুলিও চালায়। জওয়ানরা ঘটনাস্থল ছেড়ে চলে আসছিলেন, তখন ফের কিছু যুবক পুলওয়ামার জেলা হাসপাতালের কাছে তাঁদের দিকে পাথর ছোঁড়ে। জবাবে গুলি চালান জওয়ানরা। হাসপাতালের ভিতর কর্মরত এক নার্স সহ দুজন জখম হয়। জখম অবস্থায় বাইরে থেকে আনা হয় আরও দুজনকে।

দুজানার মৃত্যুর খবরের জেরে দক্ষিণ কাশ্মীরের নানা জায়গা থেকে আরও বিক্ষোভের খবর আসছে। বিক্ষোভ হয়েছে শ্রীনগর শহরের বেশ কিছু জায়গাতেও।

অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে ফের কাশ্মীর উপত্যকার সর্বত্র বন্ধ করে দেওয়া  হয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা, গুজব ছড়িয়ে হিংসা ছড়ানো হতে পারে, এই আশঙ্কায়। টু জি, থ্রি জি, ফোর জি, কোনও পরিষেবাতেই ইন্টারনেটের সুযোগ পাওয়া যাবে না। ল্যান্ডলাইনে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা চালু থাকলেও স্পিড কমিয়ে দেওয়া হয়েছে যাতে ভিডিও বা বড় ছবি আপলোড করা সম্ভব না হয়।

হিংসা, অশান্তি ছড়িয়ে পড়ার আশঙ্কায় আজকের মতো বন্ধ করে দেওয়া হয় সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্য়ালয়ও।