গুড়গাঁও: দিল্লিতে ফের গণধর্ষণ। দশম শ্রেণীর এক ছাত্রীকে দক্ষিণ দিল্লির কালকাজি এলাকার একটি ফ্ল্যাটে দুদিন ধরে গণধর্ষণের অভিযোগ উঠল। দুই অভিযুক্ত করণ সিংহ ও সঞ্জয় কুমার গুড়গাঁওয়ের সরকারি স্কুলের ১৬ বছরের ওই ছাত্রীকে গত শনি ও রবিবার ফ্ল্যাটে আটকে রাখে। এরপর ওই ছাত্রীর ওপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, অভিযুক্তদের দুই শাগরেদ মহেশ ও কালা ওই ঘটনা তাদের ফোনের ভিডিও ক্যামেরায় রেকর্ড করে বলেও অভিযোগ।
পরে বাধশহর থানার ওই ছাত্রী অভিযোগ দায়ের করে। বাধশহর থানার এসএইচও প্রবীণ মালিক বলেছেন, অভিযুক্ত করণ পলরা গ্রামের বাসিন্দা। সে ওই ছাত্রীর পূর্ব পরিচিত। অন্যদিকে সঞ্জয় ধানি শোখপুরের বাসিন্দা। মহেশ ও কালা করণের গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, গত শনিবার করণ গুড়গাঁওয়ের একটি বাসস্ট্যান্ড থেকে ছাত্রীকে তার বাইকে চাপিয়ে কালকাজি মন্দিরে আসে। এরপর সে ওই ছাত্রীকে কালকাজিরই একটি ফ্ল্যাটে নিয়ে যায়। সেখানে করণের আরও তিন শাগরেদ যোগ দেয়।
পুলিশ জানিয়েছে, ওই ছাত্রীকে খুনের হুমকি দেয় অভিযুক্তরা।
দুদিন ওই ফ্ল্যাটে আটক থাকার পর ওই ছাত্রী সোমবার গুড়গাঁওয়ে তার বাড়িতে ফিরে বাবা-মাকে সব ঘটনা জানায় এবং পুলিশে অভিযোগ দায়ের করে।
ছাত্রীর মেডিক্যাল পরীক্ষাতেও ধর্ষণের প্রমাণ পাওয়া গিয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারাগুলির আওতায় মামলা রুজু করেছে। যদিও অভিযুক্তরা এখনও গ্রেফতার হয়নি।
দিল্লিতে দশম শ্রেণীর ছাত্রীকে দুদিন ফ্ল্যাটে আটকে রেখে গণধর্ষণ
ABP Ananda, web desk
Updated at:
11 Aug 2016 07:25 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -