মধ্যপ্রদেশের অনুপপুরে স্কুলের সামনে একাদশ শ্রেণির ছাত্রীর মুণ্ডুচ্ছেদ করল উত্যক্তকারী, গ্রেফতার অভিযুক্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Feb 2018 10:56 AM (IST)
অনুপপুর: মধ্যপ্রদেশের অনুপপুরে, স্কুলের সামনেই একাদশ শ্রেণির এক ছাত্রীর ওপর হামলা চালাল উত্যক্তকারী। তরবারির কোপে ছাত্রীর মুণ্ডুচ্ছেদ করে দিল যুবক। ঘটনাটি ঘটেছে অনুপপুর থেকে ৩০ কিমি দূরে কোটমা গ্রামে। সূত্রের খবর, গত কয়েক বছর ধরেই ছাত্রীকে উত্যক্ত করত হামলাকারী যুবক। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মৃত ছাত্রীর নাম পূজা পানিকা। বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ স্কুল যাচ্ছিল পূজা। পূজার স্কুলে বেলা একটা থেকে বায়োলজি প্র্যাক্টিকাল ক্লাস ছিল। সেসময়ই অভিযুক্ত যুবক আচমকা দৌড়ে এসে, পূজার ওপর হামলা চালায়। ঘটনার একমাত্র প্রতক্ষ্যদর্শী এক অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনিই পুলিশকে এই ঘটনা সম্পর্কে খবর দেন। অবসপ্রাপ্ত শিক্ষকের বয়ান অনুযায়ী, পূজার গলায় তিন বার তরবারি চালায় অভিযুক্ত যুবক। তারপর ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রী। সেখানেই তরবারি ফেলে পালায় যুবক। পরে পুলিশ এসে অভিযুক্ত যুবক দীলিপ সাহুকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। পূজার পরিবারের লোকের বয়ানের ভিত্তিতেই দীলিপের বিরুদ্ধে মামলা শুরু করেছে পুলিশ। প্রকাশ্য দিবালোকে এমন ঘটনা ঘটে যাওয়ায় আতঙ্কে এলাকার বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছেন জেলার এসপি স্বয়ং। এদিকে এই ঘটনার পর স্কুলের ছাত্রীদের বাইরে বেরোতে দেননি স্কুল কর্তৃপক্ষ। পুলিশ এসে দেহ তুলে নিয়ে গেলে এবং রক্তের দাগ ধুয়ে দিলে, স্কুল থেকে বেরোতে পারে পড়ুয়ারা।