সিমলা: হিমাচলপ্রদেশের মানালি শহরে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীকে টানা তিনদিন পাঁচ যুবক গণধর্ষণ করেছে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, গত ১৭ জুন দ্বাদশ শ্রেণীর দুই ছাত্রীর নিখোঁজ হওয়ার অভিযোগ জমা পড়ে। গত ২০ জুন ওই দুই ছাত্রীকে উদ্ধার করা হয়। প্রথমে তারা কোনও যৌন নিগ্রহের অভিযোগ করেনি। কিন্তু পরে জেরার মুখে এক ছাত্রী দাবি করে, পঞ্জাবের তিন যুবক ও স্থানীয় তিনজন তাকে ধর্ষণ করেছে। কুলুর পুলিশ সুপার শালিনী অগ্নিহোত্রী এ কথা জানিয়েছেন।
পঞ্জাবের ভাতিন্ডা থেকে পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে। অন্য দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।
পুলিশ সুপার জানিয়েছেন, সম্মতিক্রমেও এই শারীরিক সম্পর্ক হলেও তা ধর্ষণ বলেই গন্য হবে। কারণ, ছাত্রীটি নাবালিকা।
এই ঘটনায় পকসো আইনে এফআইআর দায়ের করা হয়েছে।
হিমাচলে দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে তিনদিন ধরে গণধর্ষণ ৫ যুবকের, গ্রেফতার তিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Jun 2018 02:02 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -