নয়াদিল্লি ও ছাতরা (ঝাড়খণ্ড): সিবিএসই-র প্রশ্ন ফাঁস কাণ্ডে তোলপাড় দেশ। রোষের আঁচ শনিবারও আছড়ে পড়ল দিল্লির সিবিএসই-র দফতরে। সামাল দিতে রাজধানীর রাজপথে নামল বিশাল পুলিশবাহিনী। রাজধানীতে যখন অশান্তির মেঘ, ঠিক তখনই মোদী সরকারের অস্বস্তি বাড়িয়ে সিবিএসই-র প্রশ্ন ফাঁস কাণ্ডে নাম জড়াল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ নেতার। প্রশ্ন ফাঁসের অন্যতম চক্রী সন্দেহে ঝাড়খণ্ডের ছাতরা জেলার এবিভিপি নেতা সতীশ পাণ্ডে ও তাঁর সঙ্গী পঙ্কজ কুমার সিংহকে গ্রেফতার করেছে পুলিশ। হেফাজতে নেওয়া হয়েছে ছাতরার ৪ পড়ুয়াকেও। গতকাল থেকে আজ পর্যন্ত ছাতরা থেকে মোট ১২ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। ধৃতদের মধ্যে কয়েকজন ছাত্র এবং একটি বেসরকারি কোচিং সেন্টারের দুই ডিরেক্টরও আছেন বলে জানিয়েছে পুলিশ।
এরই মধ্যে হোয়াটসঅ্যাপে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির হিন্দি পরীক্ষার প্রশ্ন ছড়িয়ে পড়েছে। সোমবার এই পরীক্ষা হওয়ার কথা। স্বভাবতই ছাত্র-ছাত্রীদের মধ্যে নতুন করে বিভ্রান্তি ছড়ায়। যদিও সিবিএসই-র পক্ষ থেকে দাবি করা হয়েছে, হোয়াটসঅ্যাপ, ইউটিউবে যে প্রশ্ন ছড়িয়ে পড়েছে, সেটা আসল নয়। হয় এই প্রশ্নপত্র পুরনো, না হয় নকল। নির্দিষ্ট সূচি মেনেই হিন্দি পরীক্ষা হবে।
সিবিএসই: ঝাড়খণ্ড থেকে গ্রেফতার এবিভিপি নেতা, হিন্দি প্রশ্ন ফাঁসের গুজব ওড়াল বোর্ড
Web Desk, ABP Ananda
Updated at:
31 Mar 2018 08:48 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -