অঙ্কে খারাপ নম্বর, বাবা-মাকে বলে দেবেন জানানোয় শিক্ষককে কাস্তের কোপ ১২ ক্লাসের ছাত্রের
Web Desk, ABP Ananda | 14 Oct 2017 04:47 PM (IST)
ঝাঝর (হরিয়ানা): অঙ্কে খারাপ নম্বর পাওয়ায় বকাঝকা করেছেন শিক্ষক। রাগে তাঁর ওপর স্কুল চত্বরেই কাস্তে নিয়ে হামলা করল একটি বেসরকারি স্কুলের ১৭ বছর বয়সি বারো ক্লাসের ছাত্র। হরিয়ানার বাহাদুরগড়ের এসপি হিমাংশু গর্গ জানান, গত ১২ অক্টোবর রবিন্দর নামে ওই শিক্ষক ক্লাসরুমে বসে উত্তরপত্র দেখছিলেন। তাঁকে বারংবার কাস্তে দিয়ে আঘাত করে ছাত্রটি। মাথায় একাধিক আঘাত পান ওই শিক্ষক। ক্লাসরুমে বসানো সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি ধরা পড়েছে। আরেকজন শিক্ষক ছুটে এসে রবিন্দরকে ওই ছাত্রের হাত থেকে রক্ষা করেন। রবিন্দরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা সঙ্কটজনক। শিক্ষক-অভিভাবক মিটিংয়ে তার অঙ্কের প্রাপ্ত নম্বর বাবা, মাকে জানিয়ে দেওয়া হবে বলে সাবধান করেছিলেন রবিন্দর। সেই ভয়েই ছেলেটি তাঁর ওপর হামলা করে বলে জানিয়েছেন গর্গ। হামলাকারী ছাত্রের পাশাপাশি তার এক বন্ধুকেও হেফাজতে নিয়েছে পুলিশ। হামলায় ব্যবহার করা অস্ত্রটি তাকে জোগাড় করে দিয়েছিল সেই বন্ধুই। আক্রমণকারী ছাত্রের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে বলে জানান গর্গ।