বেশি নম্বর পাওয়ায় সহপাঠীকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা অষ্টম শ্রেণির ছাত্রীর
Web Desk, ABP Ananda | 23 Aug 2017 06:16 PM (IST)
সাতনা: সহপাঠী বেশি নম্বর পাওয়ায় হিংসার বশে তার জলের বোতলে মশা তাড়ানোর ওষুধ মিশিয়ে খাইয়ে মারার চেষ্টা করল অষ্টম শ্রেণির এক ছাত্রী। পরে পুলিশের ভয়ে সে নিজেও একই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। দুটি মেয়েই হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তর অবস্থা আশঙ্কাজনক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাতনায়। পুলিশ সূত্রে খবর, সোমবার সহপাঠীর জলের বোতলে মশা তাড়ানোর ওষুধ মিশিয়ে দেয় অভিযুক্ত মেয়েটি। সেই জল খেয়ে তার সহপাঠী অসুস্থ হয়ে পড়ে। সে ক্রমাগত বমি করতে থাকে। স্কুল কর্তৃপক্ষ তার বাড়িতে খবর দেয়। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার আগেই মেয়েটি অন্য এক সহপাঠীকে বলে, তার বোতলের জল থেকে মশা তাড়ানোর ওষুধের গন্ধ ছাড়ছে। স্কুল কর্তৃপক্ষ এই ঘটনার কথা জানতে পেরে পুলিশে খবর দেয়। সিসিটিভি ফুটেজে জলের বোতলে বিষ মেশাতে দেখা যায় অভিযুক্তকে। পরে অসুস্থ হয়ে পড়া মেয়েটি তার বয়ানে পুলিশকে বলে, সে পরীক্ষায় বেশি নম্বর পাওয়াতেই হিংসা থেকে তাকে মারার চেষ্টা করে সংশ্লিষ্ট সহপাঠী। এরপরেই পুলিশি তদন্তের ভয়ে অভিযুক্ত মেয়েটি আত্মহত্যার চেষ্টা করে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে।