লখনউ: সরকারি স্কুলে ছাত্রীদের ইউনিফর্মের মাপ নেওয়া হবে। যুক্তি দেখিয়ে স্কুল শিক্ষক এক ছাত্রীকে জামাকাপড় খুলতে বাধ্য করেছেন বলে অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
ওই ছাত্রী অষ্টম শ্রেণির পড়ুয়া। পড়ে কনৌজের জালালপুর কাত্রি বাঙ্গার গ্রামের সরকারি স্কুলে। অভিযোগ, ইউনিফর্ম তৈরি হবে বলে দাবি করে জনৈক শিক্ষক তাকে পোশাক খুলতে বাধ্য করেন। শুধু ওই মেয়েটিই নয়, অন্যান্য ছাত্রীদের সঙ্গেও তিনি এমনটা করেছেন বলে অভিযোগ।
স্কুলের অন্যান্য পড়ুয়ার অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। তাঁকে গ্রেফতারও করা হয়েছে। যদিও স্কুল কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছে এ ব্যাপারে। নীরব ছাত্রীটির বাবা মাও।
উত্তর প্রদেশের স্কুলে এমন ঘটনা অবশ্য নতুন কিছু নয়। গত বছর মার্চে কস্তুরবা গাঁধী আবাসিক বিদ্যালয়ে ছাত্রীদের ঋতুচক্র চলছে কিনা পরীক্ষা করতে মহিলা ওয়ার্ডেন অন্তত ৭০টি ছাত্রীকে পোশাক খুলতে বাধ্য করেন। কেইউ আপত্তি করলে তাকে মারধরের হুমকি দেন তিনি।
গত বছরই জানুয়ারি মাসে ২০ বছরের এক তরুণীকে নগ্ন করে তাঁর গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তাঁর অপরাধ ছিল, বেঙ্গালুরুর এক নাবালিকার সঙ্গে স্থানীয় এক তরুণের পালিয়ে বিয়ে করার ব্যবস্থা করে দেন তিনি। এই ঘটনায় ৩ মহিলা সহ ৮ জনকে গ্রেফতার করা হয়।
ইউনিফর্মের মাপ জানার ছুতোয় উত্তর প্রদেশে অষ্টম শ্রেণির ছাত্রীকে পোশাক খুলতে বাধ্য করলেন শিক্ষক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Feb 2018 01:40 PM (IST)
ফাইল ছবি
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -