রাঁচি: গরমের ছুটির হোমওয়ার্ক লিস্ট হারিয়ে গিয়েছে। দুশ্চিন্তা-দুর্ভাবনা এমনই থাবা গেড়ে বসে ১৩ বছরের শিশুর সামনে যে সে জীবন থেকেই বিদায় নিল। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে রাঁচিতে।
গত রবিবার ডিএভি স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ওম কুমার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ওমের বাব-মা-ই বাড়ির বেডরুমে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
বাবা-মা জানিয়েছেন, গত শনিবার রাতে স্কুলের দেওয়া গরমের ছুটির হোমওয়ার্ক লিস্ট হারিয়ে ফেলে ওম। আড়গোড়া থানার ওসি জানিয়েছেন, এই ঘটনায় খুবই ভেঙে পড়ে ওম।
ওমের কাকা অনুজ কুমার জানিয়েছেন, ওর বাবা আশ্বাস দেয়, স্কুল থেকে আর একটা লিস্ট এনে নেওয়া যাবে। কিন্তু সে যে এমন চরম পদক্ষেপ নেবে তা কেউ দুঃস্বপ্নেও ভাবতে পারেনি।
ওমের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
গরমের ছুটির হোমওয়ার্ক লিস্ট হারিয়ে আত্মঘাতী ষষ্ঠ শ্রেণীর ছাত্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 May 2016 03:10 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -