ভোপাল: কেউ যদি সমাজকে সাহায্য করতে চান, তাহলে সেটা নানা ভাবেই করা যায়। একজন পঞ্চম শ্রেণীর পড়ুয়ার থেকেই এবার সমাজ শিখল, কীভাবে বস্তিবাসীদের সাহায্য করা যায়। বস্তিতে লাইব্রেরি খুলল এক পড়ুয়া। মুস্কান আহিরওয়ার, বাল পুস্তকালয় নামের এই গ্রন্থাগারটি খুলেছে ভোপালের প্রাণকেন্দ্র থেকে কয়েক কিমি দূরে। দূর্গানগরের বাসিন্দা ওই মেয়ের এই চেষ্টা দেখে তাকে সাহায্য করতে এগিয়ে এসেছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীও।
ছোট লাইব্রেরিটিকে বড় করতে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহ্বান দু লক্ষ টাকা দিয়ে সাহায্য পর্যন্ত করতে চেয়েছেন ছোট্ট মুস্কানকে। এছাড়া মুস্কানকে লাইব্রেরি খোলার জন্যে একটি ঘরও দিতে চেয়েছেন তিনি।
প্রসঙ্গত, মাত্র পঁচিশটি বই নিয়ে এই লাইব্রেরিটি চালু করেছিল মুস্কান। কিন্তু গত ৭ জুলাই তার বাবার মৃত্যুর পর কার্যত ছোট্ট মেয়েটির স্বপ্নভঙ্গ হয়। মুখ্যমন্ত্রীর সাহায্যের পর ফের নতুন করে নিজের স্বপ্ন সফল করার জন্যে উদ্যোগী হয়েছে মুস্কান। তার বাবার স্বপ্ন ছিল, পড়াশোনা করো, সঙ্গে বড় কিছু করো। সেই স্বপ্ন সফল করতেই গুটি গুটি এগোচ্ছে মুস্কান।
প্রতিদিন সন্ধেবেলা ৫টা থেকে ৭টা অবধি খোলা থাকে এই লাইব্রেরি। গড়ে ২০ থেকে ২৫ জন পড়ুয়া প্রতিদিন আসে ছোট্ট এই লাইব্রেরিতে।
বস্তিতে লাইব্রেরি চালু করল পঞ্চম শ্রেণীর ছাত্রী, সাহায্যের হাত বাড়ালেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Aug 2017 03:48 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -