গ্রেটার নয়ডা: একই পাড়ার বাসিন্দা। ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের ছক একাদশ শ্রেণীর ছাত্রের। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডার জেওয়ার থানা এলাকায়।
ঘটনার সূত্রপাত রবিবার দুপুরে। ১২ বছরের মেয়েটি রবিবার দুপুরে বাড়ির কাছে দোকানে কেনাকাটা করতে গিয়েছিল। সেসময় ওই একই পাড়ার বাসিন্দা একাদশ শ্রেণীর ওই নাবালক জোর করে মেয়েটিকে নিজের বাড়ি নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে মেয়েটিকে খামারে আটকে রাখা হয়। সোমবার মেয়েটির বাড়ির লোক থানায় গিয়ে অভিযোগ দায়ের করলে, অভিযুক্ত ভয় পেয়ে মেয়েটিকে ছেড়ে দেয়।
বাড়ি এসে মেয়েটি তার সঙ্গে ঘটা পুরো ঘটনার কথা জানিয়ে দেয় বাড়ির লোককে। মেয়েটিই জানায় তাকে আটকে রেখে ধর্ষণের চেষ্টা পর্যন্ত করেছে নাবালকটি। এরপরই অভিযুক্তের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু হয়। যেহেতু অভিযুক্ত ছেলেটি নাবালক, সেইজন্য এখন তাকে হোমে পাঠানো হয়েছে।
এক পাড়ার বাসিন্দা, ষষ্ঠ শ্রেণীর নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের চেষ্টা এগারো ক্লাসের ছাত্রের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Nov 2017 04:18 PM (IST)
C
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -